অক্রিকেটীয় আচরণ, কোহলিকে খোঁচা সানির

ফের বিরাট কোহিলকে তোপ দাগলেন সুনীল গাভাসকর। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট

Must read

মুম্বই, ৭ জানুয়ারি : ফের বিরাট কোহিলকে তোপ দাগলেন সুনীল গাভাসকর। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। যার জন্য শাস্তি পেতে হয়েছিল তাঁকে। নিজের কলামে বিরাটের আচরণের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন-অভিষেকের সেবাশ্রয় ছুঁল ৮০ হাজারের মাইলস্টোন

গাভাসকর লিখেছেন, ‘‘বিরাট যেভাবে কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিল, সেটা আর যাই হোক ক্রিকেট নয়। উসকানি দিলে বা উত্তেজিত করলে, ভারতীয় ক্রিকেটাররা সাধারণত চুপ করে থাকে না। কিন্তু ওই ঘটনায় কোনও উসকানি ছিল না।’’ সানি আরও লিখেছেন, ‘‘অভিজ্ঞতা ক্রিকেটারদের একটা জিনিস শেখায়। সেটা হল, মাঠে ভাল সময় কাটাতে গেলে, কোনও ঝামেলায় জড়ানো উচিত নয়। প্রতিপক্ষ ক্রিকেটারদের অপদস্থ করার চেষ্টা আসলে তাদের চাপে রাখা নয়, বিনোদনের মাধ্যম। বিরাটের মতো অভিজ্ঞের এটা বোঝা উচিত, এই ধরনের ঘটনায় দর্শকদের প্রতিক্রিয়া ওর সতীর্থদের উপর চাপ তৈরি করে। এমন ঘটনা ঘটলে, দর্শকরাও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের টার্গেট করে নেয়।’’
বিরাট ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গাভাসকরের বক্তব্য, ‘‘ওরা দু’জন কতদিন খেলা চালিয়ে যাবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। কেন ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হল, এর কারণ নির্বাচক কমিটিকেই খুঁজে বের করতে হবে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘সামনে লম্বা মরশুম। লক্ষ্য রাখতে হবে জসপ্রীত বুমরা যাতে বাড়তি পরিশ্রমে ক্লান্ত না হয়ে পড়ে। বেশ কিছু প্রতিভাবান জোরে বোলার উঠে এসেছে। ওদেরও ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে।’’

Latest article