প্রতিবেদন : করোনাভাইরাসের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। তারই মধ্যে বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। আফ্রিকা ও ইউরোপের একাধিক দেশে এই ভাইরাসের দাপট লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে এবার জুড়ল নোরোভাইরাস। ভারতে নোরোভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণের রাজ্য কেরলে। সেখানে দুই শিশুর শরীরে পাওয়া গিয়েছে নোরোভাইরাসের উপস্থিতি। নতুন এই রোগ নিয়ে উদ্বেগ, আশঙ্কা বাড়ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত খাবার এবং জলের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। শুধু তাই নয়, এই ভাইরাস অত্যন্ত সংক্রামক বলেও সতর্ক করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নোরোভাইরাস নিয়ে কেরলে জারি করা হয়েছে সতর্কবার্তা।
আরও পড়ুন-মৃতের সংখ্যা বেড়ে হল ২৬
এই ভাইরাসের উপসর্গ অন্য ভাইরাসের তুলনায় কিছুটা আলাদা। জানা গিয়েছে, নোরোভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে বমি এবং ডায়েরিয়া দেখা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্তরা এক থেকে দু’দিনের মধ্যেই পেটে ব্যথা, জ্বর, মাথাব্যথা এবং সারা শরীরে ব্যথা অনুভব করছেন। সঙ্গে বমি এবং ডায়েরিয়াও দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তিরুবনন্তপুরমের প্রাথমিক স্কুলের দুই শিশু পড়ুয়ার শরীরে মিলেছে নোরোভাইরাস। ওই দুই শিশুই বমি, ডায়েরিয়া এবং জ্বরে ভুগছিল।
আরও পড়ুন-বিজেপিকে অন্যায় সুবিধা দেয় ফেসবুক
কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি এই পরিস্থিতিতে স্কুলগুলিকে মিড-ডে মিল রান্নার সময়ে আরও বেশি সাবধানতা ও পরিচ্ছন্নতা মেনে চলার অনুরোধ করেছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ বলেছেন, এই ভাইরাস খুবই সংক্রামক। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। রাজ্যের বিভিন্ন স্কুলে এই ভাইরাস সম্পর্কে পড়ুয়া এবং শিক্ষকদের সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, বারবার হাত ধুতে হবে, বাইরের খাবার বুঝেশুনে খেতে হবে। বেশি করে জল খাওয়ার মাধ্যমে এই ভাইরাসকে দূরে রাখা সম্ভব। তবে এখনই নোরোভাইরাসকে নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানিয়েছেন তাঁরা।