সুমন তালুকদার, বারাসত : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশমতো গ্রামীণ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনের উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ বাড়িয়ে পেশ হল উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলা পরিষদের বাজেট। বুধবার তিতুমীর সভাকক্ষে ২০২২-’২৩ অর্থবর্ষের কর্মপরিকল্পনা পাশ ও বাজেট পেশ হয়। এই বছরের মোট বাজেট বরাদ্দ ৭৭৯ কোটি টাকা। উপস্থিত ছিলেন সভাধিপতি বীণা মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী-সহ অন্য কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের আধিকারিকেরা।
আরও পড়ুন-বেলাগাম মূল্যবৃদ্ধি, আগামিকালই জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের মধ্যে বড় জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। স্বাভাবিক কারণেই জেলার উন্নয়নখাতে বরাদ্দও বেশি। গত কয়েক বছরে আম্ফান-সহ একাধিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বসিরহাট মহকুমার সুন্দরবন ও বনগাঁ মহকুমার একটি বড় অংশ। স্বাভাবিকভাবেই ওই সব অঞ্চলের উন্নয়নের দিকে বেশি নজর দিতে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন ইত্যাদি তৈরি ও সংস্কারে বেশি নজর দিয়ে মোট বরাদ্দের ৪৬ শতাংশ অর্থাৎ ৩৬০ কোটি টাকা পুর্ত দফতরের খাতে দেওয়া হয়েছে। এ-ছাড়াও জনস্বাস্থ্য ও পানীয় জলের জন্য ৯৪ কোটি টাকা, মৎস্য ও প্রাণিসম্পদের জন্য ৬১ কোটি টাকা, শিক্ষা খাতে ২৩ কোটি টাকা, কৃষি ও সেচের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত কর্মাধ্যক্ষ ও বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী রিমোট এরিয়ার উন্নয়নে বেশি নজর দিতে বলেছেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তা, কালভার্ট, ড্রেন সংস্কারের পাশাপাশি নতুন রাস্তা, কালভার্ট, ড্রেনও তৈরি হবে। লক্ষ্য, এলাকার মানুষের জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি জেলার পর্যটন ব্যবস্থার উন্নয়ন ঘটানো। তিনি বলেন, ধান্যকুড়িয়া রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সংস্কারের জন্য জেলা পরিষদের পূর্ত দপ্তর ৩ কোটি টাকা বরাদ্দ করেছে। জেলার যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পর্যটন ক্ষেত্রের ব্যাপ্তি বাড়বে। তাতে বিনোদনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিরও উন্নতি ঘটবে।