প্রতিবেদন : রাত পোহালেই ভোট বাংলার ৬ কেন্দ্রে। তার আগে মঙ্গলবার সকাল থেকে ডিসিআরসিতে ভোটকর্মীদের কর্মব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র নৈহাটি ও হাড়োয়া থেকে শুরু করে উত্তরের দুই কেন্দ্র মাদারহাট ও সিতাই এবং মেদিনীপুর ও বাঁকুড়ার তালডাংরায় ভোট ব্যস্ততা চরমে।
আরও পড়ুন-মহিলা নিরাপত্তা নিয়ে মোদি সরকারকে তুলোধোনা তৃণমূলের, কাকলির প্রশ্নে ল্যাজেগোবরে স্বরাষ্ট্রমন্ত্রক
উত্তর ২৪ পরগনার দু’টি কেন্দ্রের উপনির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের সমস্ত ব্যবস্থাই সারা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও রাস্তায় রাস্তায় ও গ্রামে গ্রামে টহল দিচ্ছে। নির্বিঘ্নে ভোট-পর্ব মেটানোই লক্ষ্য। ডিসিআরসিতে উপস্থিত থেকে নির্বাচনী আধিকারিক হিসেবে মহকুমা শাসকেরা ভোটের প্রস্তুতি নির্বিঘ্নে সেরেছেন। এদিকে প্রচার পর্ব শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী নৈহাটির সনৎ দে ও হাডোয়ার শেখ রবিউল ইসলাম নির্বাচনী কার্যালয়ে বসে ভোটের দিনের কাজকর্ম নিয়ে কর্মীদের আলোচনা করেন। বিভিন্ন বুথ ঘুরে দেখেন।
আরও পড়ুন-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই অর্থনৈতিক নীতি প্রণয়নে গুরুত্ব, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২,৬৯,১০৩ জন। তার মধ্যে ১,৩৮,৭০৫ পুরুষ, ১,৩০,৩৯৩ জন মহিলা, ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ২২৫৮ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ১২৩৯ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২৭৯টি। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মোট ভোটার সংখ্যা ১,৯৩,৮৩৪ জন। তার মধ্যে পুরুষ ৯৬,০৭৪ জন, ৯৭,৭৫২ জন মহিলা এবং ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ১৭৪৫ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ৮২৭ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২১০টি।