প্রতিবেদন : দুর্ঘটনাগ্রস্ত নর্থ-ইস্ট এক্সপ্রেসের ১২৬ জন কোচবিহারের যাত্রীকে বাড়ি পৌঁছে দিল এনবিএসটিসি (NBSTC)। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের নিয়ে রিলিফ ট্রেন পৌঁছয় নিউ কোচবিহার স্টেশনে। এরপর সেখান থেকে সরকারি বাসে করে ওই যাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
আরও পড়ুন-মহালয়াকে বাঁচিয়ে রেখেছেন রেডিও-ডাক্তাররা
পাশাপাশি এদিন সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্ত ২৬৩ জন যাত্রীকে নিয়ে রিলিফ ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয়। আহতদের মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং, হলদিবাড়ির বাসিন্দারাও ছিলেন। তাঁদের জন্য রেলের তরফে স্টেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এ-ছাড়াও যাত্রীদের জন্য খাবার এবং শিশুদের জন্য দুধের বন্দোবস্তও করা হয়। যাত্রীদের চোখেমুখে ছিল ট্রেন দুর্ঘটনার আতঙ্কের ছাপ। তবে অনেকেই সেই আতঙ্ক কাটিয়ে ধাতস্থ হয়েছেন। যদিও বারবার দূরপাল্লার ট্রেন এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় যাত্রী-সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গত বুধবার রাতে বিহারের বক্সারে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেস। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।