নির্বাচন কমিশনকে ঘুষ না দিয়ে উন্নয়ন করলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হত না: কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

তাঁর কথায়, মোদি সরকার যত টাকা নির্বাচন কমিশনের বিরুদ্ধে খরচ করছে, সেই টাকায় ড্রেজিং করলে আজ এই পরিস্থিতি হত না।

Must read

বিজেপি ও ভারত সরকার নির্বাচন কমিশনকে, এজেন্সিগুলিকে ভোটের আগে যে টাকাটা ঘুষ দেয়, সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে আজ এই অবস্থা হত না- উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে বিমানবন্দর থেকেই নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃষ্টি ও ধস বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে সোমবার সকালেই রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার রাত থেকেই তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। দফায় দফায় বৈঠক করেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। আটকে পড়া পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে কড়া নজর রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরের জল যন্ত্রণা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তাঁর কথায়, মোদি সরকার যত টাকা নির্বাচন কমিশনের বিরুদ্ধে খরচ করছে, সেই টাকায় ড্রেজিং করলে আজ এই পরিস্থিতি হত না।

আরও পড়ুন-আগামীকালের জোয়ার নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ

“উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড, ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে। DVC-তে ড্রেজিং হলে, এমন বন্যা হত না”- তীব্র আক্রমণ করেন মমতা। কেন্দ্রকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।”

আরও পড়ুন-নিজের লেখা ও সুরে লক্ষ্মীপুজোর নতুন গানের মাধ্যমে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

এরপরে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তিনি বলেন, বিজেপি দল ও ভারত সরকার নির্বাচন কমিশনকে, এজেন্সি গুলিকে ভোটের আগে যে টাকাটা ঘুষ দেয়, সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে আজকে এই অবস্থা হত না। গঙ্গা ড্রেজিং করে না। মোদির মন কি বাত কে খোঁচা দিয়ে মমতা বলেন, নমমি গঙ্গে-র নামে বড় বড় ভাষণ হচ্ছে, দিল কি বাত হচ্ছে- কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র রাজ্যকে টাকা দেয় না, কোনওমতে চালাচ্ছি”

সিকিমের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, তারা যে টাকাটা ভর্তুকি পায়, সে টাকা উন্নয়নের কাজে ব্যবহার না করে শিলিগুড়িতে এসে ব্যবসা করে। আর দার্জিলিংকে উস্কানি দেয়।

Latest article