সংবাদদাতা, রায়গঞ্জ : কন্যাশ্রী দিবসের আগেই এল সুখবর। এই প্রকল্পে রাজ্যে সেরা উত্তর দিনাজপুর। বুধবার কন্যাশ্রী দিবসে কলকাতায় রাজ্যস্তরে পুরস্কৃত হতে চলেছে এই জেলা। এ ছাড়াও বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন জেলারই এক কন্যাশ্রী। যিনি বর্তমানে আইআইটি পাটনার পড়ুয়া। জেলা কন্যাশ্রী দফতরের আধিকারিক সৌমিতা পাল বলেন, সম্প্রতি রাজ্য থেকে একটি চিঠি পৌঁছয় তাতে উল্লেখ রয়েছে কন্যাশ্রী প্রকল্পে রাজ্যের মধ্যে বেস্ট পারফরমিং জেলা হিসেবে বিবেচিত হয়েছে উত্তর দিনাজপুর।
আরও পড়ুন-ভারতের বিরুদ্ধে খেলবেন শাকিব
বুধবার রাজ্যস্তরের অনুষ্ঠানে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে জেলার কন্যাশ্রী দফতরের আধিকারিক উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বুধবার কন্যাশ্রী দিবসে জেলাতেও বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেখানে পাঁচ জন কন্যাশ্রীকে সংবর্ধনা দেওয়া হবে। যাঁরা প্রত্যেকেই বাল্যবিবাহ রুখে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এদের প্রত্যেককে ৫০০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তিনটি স্কুল ও তিনটি কলেজকেও এই অনুষ্ঠানে সম্মানিত করবে জেলা প্রশাসন। তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষে জেলায় কন্যাশ্রীর কে-ওয়ানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক ছাত্রীকে বার্ষিক ১০০০ টাকা অনুদানে মোট ৪৭,১০৫ জন ছাত্রী উপকৃত হয়েছে। কে-টুর ১৮-ঊর্ধ্ব ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পেয়ে উপকৃত হচ্ছে ২০,৭১৩ জন। জেলা প্রশাসন, ব্লক প্রশাসন ও কন্যাশ্রী দফতরের সকলের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলেও জানান তিনি।