সৌমালি বন্দ্যোপাধ্যায়: হাওড়ার নিকাশী ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার। দ্রুত এর উন্নতি হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘হাওড়ার নিকাশী সমস্যার স্থায়ী সমাধানে তিনটি ধাপে কাজ চলছে। প্রথম ধাপের কাজ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে।’ বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত প্রশাসনিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জল জমা হাওড়া শহরের বহু পুরানো সমস্যা। ৭০ বছরে এই সমস্যার সমাধানে কেউ কাজ করেনি। আমরা কাজ শুরু করেছি।’ এই প্রসঙ্গে উত্তর হাওড়ার দলীয় বিধায়ক গৌতম চৌধুরিকে ভর্ৎসনাও করেন মুখ্যমন্ত্রী। জল জমার সমস্যা নিয়ে গৌতম চৌধুরি বলতে উঠতেই মুখ্যমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন ‘তুমি গৌতম চৌধুরি? তুমি একদিন কেন রাস্তায় বসেছিলে?’ মুখ্যমন্ত্রী তাঁকে বলেন ‘রাস্তায় জল জমে গিয়েছিল বলে তুমি রাস্তায় বসে পড়বে? প্রকৃতি কি আমাদের হাতে? গত ৮০ বছরে এত বৃষ্টি হয়নি। এই অবস্থায় কোথায় তুমি মানুষকে সহযোগিতা করবে, তা না করে রাস্তায় গিয়ে বসে গিয়েছো। মনে রাখবে তৃণমূল কংগ্রেসের একটা কালচার রয়েছে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের স্কুলের জন্ম শংসাপত্র প্রকাশ করল এনসিপি
খবরদার এগুলো করবে না। দরকার হলে জমা জলটা নিজে সরানোর চেষ্টা করবে।’ গৌতম চৌধুরিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন ‘চাই চাই চাই নয়, আমি কি দিতে পারি সেটাই দেখতে হবে। তোমাকে জনগন অনেক দিয়েছে। এবার তোমার দেওয়ার পালা। কেউ বঞ্চিত হলে সেটা দেখার দায়িত্ব তোমার।’ মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া শহরে নিকাশী সমস্যার স্থায়ী সমাধানে তিনটি পর্যায়ে জোরকদমে কাজ চলছে। নিকাশী সমস্যার আমূল সংস্কার করা হচ্ছে। বিশেষজ্ঞদের দিয়ে নকশা তৈরি করে কাজ চলছে। খড়গপুর আইআইটি, শিবপুর আইআইইএসটির সাহায্য নেওয়া হচ্ছে। বিদেশের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। হাওড়া পুরনিগম খুব ভালো কাজ করছে। হাওড়াকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে সমবায়মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়েরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে অরূপ রায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সমবায়মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বলেন ‘তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমাকে আমাদের দরকার। কদিন বিশ্রাম নিয়ে তারপর কাজ শুরু করো।