ফের মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

Must read

প্রতিবেদন: উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (Ballistic Missiles- North Korea) ছোঁড়ার অভিযোগ করল জাপান ও দক্ষিণ কোরিয়া। রবিবার দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলি জানিয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই (Ballistic Missiles- North Korea) ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। ছয় মিনিট পর দ্বিতীয়টি। ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ছিনিয়ে নেওয়া জাপোরিজিয়ায় রুশ মিসাইল হামলায় মৃত ২০

এদিকে মার্কিন সেনা জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিয়ে মিত্র দেশগুলির সঙ্গে তারা আলোচনা করছে। তবে বাইডেন প্রশাসন মনে করছে, কিম জং উনের দেশের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য কোনও ঝুঁকি তৈরি করেনি। অন্যদিকে দক্ষিণ কোরীয় সেনা বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মারাত্মক উসকানি। শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত চেষ্টা চলছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোঁড়া হয়েছে।

Latest article