বেজিং থেকে কিমের মলমূত্র নিয়ে উঃ কোরিয়া ফিরলেন তাঁর রক্ষীরা

Must read

প্রতিবেদন: দেশের শীর্ষ শাসকের সর্বোচ্চ নিরাপত্তার এক বিস্ময়কর নমুনা। আলাস্কার ছবির পুনরাবৃত্তি এবার দেখা গেল বেজিংয়ে। সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সারিতে দেখা যায় তাঁকে। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। এরপরই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক আশ্চর্য দৃশ্য। কিমের ডিএনএ মুছে ফেলছেন তাঁর কর্মীরা। এমনকী বেজিং থেকে কিমের মলমূত্র সঙ্গে করে পিয়ংইয়ং ফিরেছেন তাঁরা।

আরও পড়ুন-নিষেধাজ্ঞা এখনও বাকি: ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও ফুটেজে দেখা যায়, কিমের ব্যবহৃত চেয়ারের হাতল, তাঁর জল খাওয়ার কাচের গ্লাস সবই মুছে ফেলা হচ্ছে। এমনকী, অন্য যেসব আসবাবপত্রে কিমের স্পর্শ ছিল তা সবই মুছে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য, উত্তর কোরিয়ার একনায়কের ডিএনএ-র নমুনা যেন চিনে থেকে না যায়। বিশেষজ্ঞদের মতে, রুশ প্রতিরক্ষা দফতর এবং চিনের নজরদারি এড়াতেই এই বিস্ময়কর পদক্ষেপ। ঘটনাচক্রে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও এমন কাণ্ড করতে দেখা গিয়েছিল গত অগাস্টে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের পর। বিশেষ ব্যাগে করে পুতিনের মল ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মস্কোয়।

Latest article