উত্তর থেকে দক্ষিণ একুশের সভা নিয়ে জোর প্রস্তুতি, সক্রিয় মহিলারা

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা পার্টি অফিসে বৈঠক হয়েছে। এছাড়াও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতিসভা হয়েছে এদিন

Must read

সংবাদদাতা, কোচবিহার : কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা পার্টি অফিসে বৈঠক হয়েছে। এছাড়াও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতিসভা হয়েছে এদিন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার লোকসভায় বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়ী হয়েছে। এর পরে একাধিক গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা যোগ দিয়েছে তৃণমূলে। জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়েছে একুশো জুলাই ঘিরে জোরদার প্রস্তুতি। সবস্তরের নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের এলাকায় প্রস্তুতি বৈঠক করার জন্য।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে মদ্যপ অবস্থায় রোগীর বেডে নাক ডেকে ঘুম ডাক্তারের

তৃণমূল সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশন থেকে ১৭ জুলাই থেকে দলে দলে কর্মীরা রওনা হবেন। স্টেশনচত্বরে ক্যাম্প করে তৃণমূলের পক্ষ থেকে পানীয় জল ও খাবারের ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। মহিলা তৃণমূলের কোচবিহার জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা জানান, রাজ্য মহিলা তৃণমূলের নির্দেশে ১৬ জুলাই পর্যন্ত সব ব্লক অঞ্চলে চলবে একুশো জুলাইেয়র কর্মসূচি সফল করার প্রচারসভা। এরপরে আগস্ট মাস জুড়ে হবে শহর ও মহকুমাস্তরে বৈঠক। সেপ্টেম্বর মাসে হবে মহিলা তৃণমূল কংগ্রেসের বড় ধরনের সভা।

Latest article