সংবাদদাতা, শিলিগুড়ি : ডিজিটাল পরিষেবায় গতি আসছে কাজে। পুরনো পদ্ধতি দূরে সরিয়ে আধুনিকতা এগিয়ে যাচ্ছে তরতরিয়ে। এবার পুরসভার কাজও হবে ডিজিটালি। আর কাগজে-কলমে নয়। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের। কর্মীরাও দ্রুত পরিষেবা দিতে পারবেন। উত্তরবঙ্গে প্রথম চালু হচ্ছে ডিজিটাল পরিষেবা। এমনই উদ্যোগ নিয়েছেন শিলিগুড়ি পুরসভার পুরপ্রশাসক গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও রঞ্জন সরকার এক সাংবাদিক সম্মেলনে অফিস চালুর কথা জানিয়েছেন। পুরপ্রশাসক বলেন, ‘এখন আর কাগজ-কলমে কোনও কাজ হবে না। যেমনভাবে ট্রেড লাইসেন্সের কাজ অনলাইনের মাধ্যমে হচ্ছে ঠিক তেমনই বিভিন্ন দফতরগুলির মধ্যেও কোনও ফাইল আদান প্রদান না করে অনলাইনের মাধ্যমে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ পুরসভা সূত্রে খবর, বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে অফিস বা ই ফাইলিংয়ের মাধ্যমে কাজ হয়ে থাকে।
আরও পড়ুন : কলকাতা পুরভোট: শেষদিনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে জনজোয়ার
অনলাইন পদ্ধতিতে কাজ হলে কাজ অনেকটা সহজ ও দ্রুত কাজ করা সম্ভব হয়। এ ছাড়াও আইএসও গাইডলাইনেও এই ই-অফিসের মাধ্যমে কাজ করার বিষয়টি উল্লেখ রয়েছে। শিলিগুড়ি পুর কর্পোরেশন অফিস ই-পদ্ধতি চালু করলে খুব শীঘ্রই আইএসও স্বীকৃতি পেতে পারে। এ ছাড়াও কর্পোরেশনের কর্মীদের ওয়েলফেয়ারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন এই বিষয়ে গৌতম দেব বলেন, পুরকর্মীদের ওয়েলফেয়ারের মাধ্যমে হেলথ স্কিম করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৫৪ জন কর্মীকে হেলথ স্কিমের সুবিধা দেওয়ার কথা বলেন তিনি।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…