প্রতিবেদন : লক্ষ্যহীন এসসি ইস্টবেঙ্গল সোমবার ফের মাঠে নামছে। লিগ টেবলে সব থেকে নিচের দু’টি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। তিলক ময়দানে লিগের লাস্ট বয় লাল-হলুদ খেলবে দশম স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। খারাপ ফলের জন্য তাদের কোচ খালিদ জামিলকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জল্পনা। যদিও সরকারিভাবে জানায়নি ক্লাব। চলতি আইএসএলে আর কিছু পাওয়ার নেই লাল-হলুদের। বরং লক্ষ্য একটাই, লিগ টেবলে কিছুটা উপরে ওঠা। তবে নর্থইস্টের ব্রাজিলীয় তারকা মার্সেলিনহো লাল-হলুদের পথের কাঁটা হতে পারেন।
আরও পড়ুন-বইমেলা আমার কাছে হইহই মেলা
শেষ দুই ম্যাচের জন্য লক্ষ্যহীন দলকে কীভাবে উদ্বুদ্ধ করছেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা? ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্প্যানিশ কোচ বললেন, ‘‘দলের মনোবলে ঘাটতি নেই। অনুশীলনেও ছেলেরা খুব পরিশ্রম করছে। প্রতিটা ম্যাচেই আমরা ভাল খেলছি। তাই উৎসাহের অভাব নেই।’’ মারিওর সংযোজন, ‘‘শেষ দুই ম্যাচেও দলের মানসিকতা একই থাকবে। জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার চেষ্টা করব আমরা। নর্থইস্টের বিরুদ্ধে আমরা যদি জিততে পারি, তাহলে আমরা ওদের টপকে যাব। আমরা যে ভাল খেলছি, সেই ফলাফলটা দেখাতে হবে।’’ ইস্টবেঙ্গল দলে চোট-আঘাতও রয়েছে। কোচ মারিও জানিয়ে দিয়েছেন, অমরজিৎ সিং কিয়াম ও জ্যাকিচাঁদ সিং চোটের জন্য সোমবারের ম্যাচ খেলতে পারবেন না।