উত্তরের পর্যটন জায়গা পাচ্ছে ফ্লিপকার্টের ট্রাভেল অ্যাপে

পর্যটনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই রাজ্যে প্রকাশ পেয়েছে নয়া পর্যটনকেন্দ্রগুলি।

Must read

প্রতিবেদন : পর্যটনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই রাজ্যে প্রকাশ পেয়েছে নয়া পর্যটনকেন্দ্রগুলি। উত্তরের অর্থনৈতিক বিকাশে চা এবং এবং পর্যটনকেই বেশি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটক টানতে উত্তর যে সেরা তা এবার আবারও প্রমাণিত হল। জনপ্রিয় ই- কমার্স সাইট ফ্লিপকার্ট এবার আনছে ট্রাভেল অ্যাপ। নাম ক্লিয়ারট্রিপ।

আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালের নিরাপত্তা নিয়ে বৈঠক

উত্তরের বিভিন্ন ট্যুরিজ়ম সার্কিটের প্যাকেজও এবার ক্লিয়ারট্রিপের ওয়েবসাইট ও অ্যাপে শীঘ্র মিলতে পারে। সেক্ষেত্রে ডুয়ার্সের জাঙ্গল সাফারি বা দার্জিলিংকে ঘিরে থাকা বিভিন্ন জায়গায় দেশ–বিদেশের পর্যটকের সংখ্যাও অনেকটাই বাড়বে। এই বিষয়ে ফ্লিপকার্ট গ্রুপের প্রস্তাব সম্পর্কে এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, রাজ্যে পর্যটনের বিকাশ সরকারের অন্যতম অগ্রাধিকার। এখানেই উত্তরের পর্যটনের উল্লেখ করা হয়েছে। দেশ–বিদেশের পর্যটকদের কাছে সেই এক্সপেরিয়েন্স তুলে ধরতে উত্তরবঙ্গ–সহ গোটা রাজ্যের পর্যটনকেন্দ্রগুলি ধরে ধরে ট্যুরিজ়ম সার্কিট গড়ে তুলতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে ফ্লিপকার্ট গ্রুপ।

Latest article