প্রতিবেদন : ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করলেন নরওয়ের জনপ্রিয় লেখক জন ফস। নাটক ও গদ্য রচনায় অসামান্য অবদান রাখায় এই স্বীকৃতি তাঁর। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি সাহিত্যক্ষেত্রে নোবেল প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করে।
আরও পড়ুন-স্পিকারকে চোখ মেরে, জিভ দেখিয়ে বিতর্কে, কানাডার প্রধানমন্ত্রীর আচরণের নিন্দা সর্বস্তরে
নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, সাহিত্যের নানা শাখা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশু সাহিত্যে অনন্য ভূমিকা রেখেছেন জন ফস। অনুবাদ সাহিত্যেও তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। বিশ্বের জনপ্রিয় নাট্যকারদের একজন জন ফস। পাশাপাশি গদ্য সাহিত্যেও তিনি বিপুল জনপ্রিয়। নোবেল পদকের পাশাপাশি ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লক্ষ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি নাগরিক আনি এরনো। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা।
আরও পড়ুন-সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের
এবারও গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে হাঙ্গেরিয়ান-মার্কিন গবেষক কাতালিন কারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রিউ ওয়েইজম্যানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি। মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফ্রাঙ্ক রাউস এবং ফরাসি বিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ারের নাম ঘোষণা করা হয়। বুধবার রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী হন তিন বিজ্ঞানী মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই আকিমভ।