সংবাদদাতা, হাওড়া : মে মাসে হাওড়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের প্রকাশ্য সমাবেশ হবে। ওই সভায় বক্তব্য পেশ করবেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার বালির রবীন্দ্রভবনে আইএনটিটিইউসির হাওড়া জেলা (সদর) কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। এরই সঙ্গে বৈঠকে জানিয়ে দেওয়া হয় রেজিস্ট্রেশন ও অ্যাফিলিয়েশন ছাড়া আইএনটিটিইউসির (INTTUC) কোনও ইউনিটকেই বৈধ হিসেবে ধরা হবে না। প্রত্যেক ইউনিটকেই আইএনটিটিইউসির রাজ্য নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিতেই হবে। তৃণমূল শ্রমিক সংগঠনের হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার জানান ‘আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে হাওড়ার প্রতিটি ব্লকে আইএনটিটিইউসির (INTTUC) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। সেইসঙ্গে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে জেলা কমিটির কিছু রদবদল করা হবে। পাশাপাশি আইএনটিটিইউসির প্রতিটি ব্লকে কমিটি তৈরি করা হবে। এলাকার বিধায়ক ও দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই কমিটিগুলি গঠন করা হবে।’