প্রতিবেদন : বাল্যবিবাহ ও শিশু পাচারের বিরুদ্ধে লড়াইয়ে নেতিবাচক প্রভাব ফেলার যুক্তিতে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে সম্মতির বয়স না কমানোর পরামর্শ দিল জাতীয় আইন কমিশন (POCSO- Law Commission)। এক্ষেত্রে সম্মতির বয়স ১৮ থেকে ১৬-তে নামিয়ে আনার বিরুদ্ধে মত পেশ করেছে কমিশন। আইন কমিশনের বক্তব্য, এই বিষয়টি বিচারকদের বিবেচনার উপর ছেড়ে দেওয়া উচিত। কেন্দ্রকে পরামর্শ দিয়ে আইন কমিশন বলেছে, বয়স কমানো হলে বাল্যবিবাহ ও শিশু পাচারের বয়সের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, পকসো (POCSO- Law Commission) আইন কার্যকর করার বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা নিয়ে গত বুধবার বৈঠক হয় আইন কমিশনের। আইন কমিশন যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে সম্মতির বয়সের বিষয়ে আইন মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করে। কমিশনের পরামর্শ, পকসো আইনের অধীনে সম্মতির যে বয়স এখন রয়েছে তার হেরফের করা উচিত নয়। তবে আইনে কিছু সংশোধনী আনার প্রয়োজন রয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পকসো আইনের অধীনে সম্মতির বয়স সম্পর্কিত উদ্বেগের ঘটনাগুলি নিয়ে সংসদকে পদক্ষেপ নিতে অনুরোধ করেছিলেন। আইন মন্ত্রকের কাছে পেশ করা রিপোর্টে ২২ তম আইন কমিশন বলেছে, বিদ্যমান শিশু সুরক্ষা আইনগুলি সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর বিভিন্ন রায় এবং শিশু নির্যাতন, শিশু পাচার এবং শিশু পতিতাবৃত্তির সমস্যাগুলি বিবেচনা করে দেখা যাচ্ছে পসকো আইনের অধীনে সম্মতির বয়স পরিবর্তন যুক্তিযুক্ত নয়।