নব্য বিজেপি নেতাদের হাত ধরেই ভবানীপুর উপনির্বাচনে মনোনয়ন দেবেন টিবরেওয়াল| আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুবনেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পেশায় টিবরেওয়ালএকজন আইনজীবী। আর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছেন। একুশের হাইভোল্টেজ নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়েছিলেন। এবং বিপুল ভোটে হেরেছিলেন। এবার ভবানীপুরে যখন কেউ প্রার্থী হতে রাজি হচ্ছেন না, ঠিক তখনই টিবরেওয়ালকে বাঘের মুখে ঠেলে দিয়েছেন দিলীপ ঘোষরা।
আরও পড়ুন-৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার
ভবানীপুর কেন্দ্রে টিবরেওয়ালের নাম ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত তাঁকে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটি “বিধিবদ্ধ” সাংবাদিক বৈঠক ছাড়া আদি বিজেপি নেতাদের বৃত্তে তিনি নেই। নব্য, দলবদলু, তৎকাল নেতাদের কক্ষপথেই আবর্তিত হচ্ছে তাঁর সমস্ত কর্মসূচি।
আরও পড়ুন- মোদি জমানায় ঋণের বোঝায় জর্জরিত কৃষক
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করা থেকে উপনির্বাচনে পর্যবেক্ষক, চিফ ইলেকশন এজেন্ট, সবকিছুই নব্য ও দলবদলুদের হাত ধরে। আজ, সোমবার সকালে টিবরেওয়াল মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। সকাল ১১টায় ভবানীপুরের গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে
আলিপুর সার্ভে বিল্ডিংয়ের মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী। এখানেও খাঁটি বা আদি বিজেপির দেখা পাওয়া যাবে না। বিজেপি প্রার্থীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং, সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। অর্থাৎ, দলবদলু তৎকাল নেতাদের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার হতে হচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।