কমিশনের সুপারিশে অযোগ্য হেমন্ত, স্বামীর চেয়ারে কল্পনা

ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন কল্পনা সোরেন। শুক্রবার নির্বাচন কমিশনের সুপারিশ গ্রহণ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস।

Must read

প্রতিবেদন : ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন কল্পনা সোরেন। শুক্রবার নির্বাচন কমিশনের সুপারিশ গ্রহণ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস। বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষিত হলেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। যার নিট ফল, সংকটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সরকার।

আরও পড়ুন-সুকান্তকে পাল্টা তির ফিরহাদের, বিজেপি চালাচ্ছে সিবিআই-ইডি?

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজ হলে তাঁর পরিবর্তে মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিদার হিসাবে যে নাম জোরদার ভাবে উঠে এসেছে তিনি কল্পনা সোরেন, হেমন্ত সোরেনের স্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের পুত্রবধূ। পুরোদস্তুর রাজনৈতিক পরিবারের বধূ হলেও রাজনীতির ধারেকাছে ঘেঁষেন না কল্পনা। এদিক থেকে তাঁর সঙ্গে অনেকটাই মিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবীর। তবে রাবড়ি ছিলেন গৃহবধূ আর আদ্যোপান্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে কল্পনা নিজেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কোনও রাজনৈতিক সভায় তাঁকে দেখা যায় না। নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা নিয়ে নিয়মিত আলোচনাসভায় তিনি উপস্থিত থাকেন। নিজে একটি স্কুলও চালান কল্পনা।

আরও পড়ুন-রাহুলকে বললেন শিশুসুলভ অযোগ্য, অপদার্থ, অপরিণত, কংগ্রেস ছেড়ে আজাদ গুলাম

যদিও কুর্সি বিপাকে পড়তেই দলীয় বিধায়কদের নিয়ে তড়িঘড়ি বৈঠক ডেকেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী হয়েও ঝাড়খণ্ডের এক খনির লিজ হেমন্ত সোরেনের নামে রয়েছে। এই অভিযোগ করে রাজ্যপালের কাছে দরবার করেছিল বিজেপি। সেই অভিযোগের গুরুত্ব বিচার করে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ চেয়ে পাঠান ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস। মুখবন্ধ খামে সেই সুপারিশপত্র এসে পৌঁছেছে ঝাড়খণ্ড রাজভবনে। ২০২১ সালে মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন হেমন্ত সোরেন ওই খনির বরাত দিয়েছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি।

Latest article