প্রতিবেদন : খারাপ সময় যেন পিছু ছাড়ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২৪-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন ট্রাম্প। কিন্তু, নানা অভিযোগের জেরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তাটা ধীরে ধীরে তাঁর জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বারবার আদালতে ধাক্কা খাচ্ছেন ট্রাম্প। আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ট্রাম্পকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করল মেইন প্রদেশ।
আরও পড়ুন-লালনের ইস্তফা, জেডিইউয়ের রাশ নীতীশের হাতেই
চলতি মাসেই কলোরাডো সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দেয় কলোরাডো প্রদেশের প্রাথমিক নির্বাচনে প্রার্থী হিসাবে
দাঁড়াতে পারবেন না ট্রাম্প। বৃহস্পতিবার সেই পথেই হাঁটল আমেরিকার উত্তর পূর্বের আরও এক রাজ্য।
মেইনের শীর্ষস্থানীয় নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলার পিছনে ট্রাম্পের ভূমিকার জন্যই তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে একেবারে অযোগ্য ঘোষণা করা হল। এর আগে, ১৯ ডিসেম্বর, একই কারণে কলোরাডো প্রদেশের শীর্ষ আদালত ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য বলে ঘোষণা করে। আগামী বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে একের পর এক অভিযোগে তিরবিদ্ধ রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।