স্ত্রীর শরীর ও গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ নয়

এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, স্ত্রীর শরীর, গোপনীয়তা এবং অধিকার শুধুমাত্র তাঁর নিজের। স্বামী কোনওভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারেন না।

Must read

প্রতিবেদন: স্ত্রীকে যাঁরা নিজের সম্পত্তি বলে ভাবতে ভালবাসেন তাঁদের কাছে এ রীতিমতো এক জোরালো ধাক্কা। আদালতের পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাঁদের ধারণা পরিবর্তনে ইন্ধন জোগাবে। এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, স্ত্রীর শরীর, গোপনীয়তা এবং অধিকার শুধুমাত্র তাঁর নিজের। স্বামী কোনওভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা স্বামীর মালিকানারও বিষয় নয়। আদালতের মতে, ভিক্টোরিয়া যুগের পুরনো মানসিকতা ত্যাগ করার সময় এসেছে। স্বামীরা তা বুঝতে শিখুন, উপলব্ধি করুন গভীরভাবে।
একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণের কথা জানায় হাইকোর্ট। বিচারপতি বিনোদ দেওয়াকরের বেঞ্চের মন্তব্য, স্ত্রী কিন্তু স্বামীর সম্প্রসারিত অংশ নন। তাঁর নিজস্ব অধিকার রয়েছে, আছে ব্যক্তি স্বাধীনতাও। সেই কারণেই স্ত্রীর শারীরিক স্বাধীনতা এবং গোপনীয়তাকে সম্মান জানানো যেমন একদিকে আইনগত দায়িত্ব, অন্যদিকে তেমন নৈতিক দায়িত্বও। এক্ষেত্রে যেটা অত্যন্ত জরুরি, তা হল প্রকৃত অর্থেই সমতাভিত্তিক সম্পর্ক স্বামী-স্ত্রীর মধ্যে।

আরও পড়ুন-হাড়হিম ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

ঠিক কী ছিল মামলাটি? এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গোপনে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে স্ত্রীর অনুমতি ছাড়াই আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। স্ত্রীর এক আত্মীয়র সঙ্গেও সেই ছবি শেয়ার করেন তিনি। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় স্বামীর বিরুদ্ধে। চার্জশিটও দেয় পুলিশ। অভিযুক্ত তাঁর বিরুদ্ধে মামলা খারিজের আবেদন জানিয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। স্বামী এর সপক্ষে যুক্তি দেখান তিনি অভিযোগকারিণীর বৈধ স্বামী। কিন্তু আদালত স্বামীর আবেদন খারিজ করে দিয়েছে। কারণ, আদালত মনে করে স্ত্রীর অধিকার এবং সম্মান সুরক্ষিত রাখার মৌলিক দায়িত্ব স্বামীরই। কোনও সম্পর্কের অজুহাতে তা এড়ানো যায় না।

Latest article