আমি-তুমি নয়, ঐক্যবদ্ধ লড়াই: বৈঠকে সতর্ক করলেন অভিষেক

Must read

বছর ঘুরলেই বিধনাসভা নির্বাচন। তার আগে সারাবাংলার দলীয় নেতৃত্বের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারের এই ভারচুয়াল বৈঠক থেকে এক জোটে লড়াইয়ের বার্তা দেন অভিষেক। তাঁর দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ- আমি-তুমি নয়, লড়তে হবে একজোট হয়ে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (Abhishek Banerjee) কথায়, দলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেখানে আমার আর আপনার মধ্যে কোনও তফাৎ নেই। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঝগড়া করলে পরিণাম খারাপ হবে বলে সতর্ক করেন অভিষেক।

আরও পড়ুন- বাংলা ছাড়া ভারত হয় না, বাংলা ছাড়া সংস্কৃতি হয় না, বাংলাভাষাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না : মুখ্যমন্ত্রী

এর পরে সাংগঠনিক ক্ষেত্রে নিয়ে অভিষেক বলেন, ১০০-র বেশি ভোটে তৃণমূলের হার হয়েছে, সেখানে পরাজয়ের কারণ খুঁজে বের করতে হবে। যে বুথে বা ব্লকে বারবার হার হয়েছে, সেখানে সভাপতি বদল করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, তৃণমূলে অ্যাকাউন্টিবিলিটি রাখতে হবে। পারফরমেন্স দলে শেষ কথা। তার ভিত্তিতেই উন্নতি। কাজের ভিত্তিতেই উন্নতি। কারও পা ধরে পদে টিকে থাকা যাবে না-কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

পঞ্চায়েত প্রধানের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু অঞ্চল সভাপতি এলাকা চেনেন। তাঁর কথা শুনতে হবে- নির্দেশ অভিষেকের। ব্লক সভাপতিরা বিধায়কদের সঙ্গে কথা বলে কাজ করবেন। সবার সঙ্গে কথা বলে জনসংযোগে জোর দেন তিনি। বিজেপিকে জামানত জব্ধ করতে হবে- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Latest article