সংবাদদাতা,মালদহ: রতুয়ায় ভোটপ্রচারে এসে জনসভার সঙ্গে সঙ্গে বুধবার জনসংযোগেও শামিল হলেন মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। রতুয়ায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ প্রার্থীদের সমর্থনে মন্ত্রীর জনসভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রতুয়ার জেলা পরিষদ প্রার্থী রিয়াজুল করিম বক্সি ও অন্য প্রার্থীদের হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার প্রচার করেন।
আরও পড়ুন-বিজেপির অস্তিত্ব মুছে দেবে মানুষ
তিনি বলেন, ‘‘বিভাজন নীতিতে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। ২০২১-এর নির্বাচনে কংগ্রেস ও বামেরা বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছিল। এবারেও একই পথে হাঁটতে যাচ্ছে বাম ও কংগ্রেস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য গ্রাম বাংলায় যে প্রভূত উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের পক্ষেই রাজ্যের মানুষ ভোট দেবেন। বাংলার মানুষকে বলব, আমরা উন্নয়নকে সামনে রেখেই চলতে বিশ্বাসী। তাই উন্নয়নের ওপর ভর করেই এবারের পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল প্রার্থীদের ভোট দেবেন বলে আমি আশাবাদী।’’ মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত মালদহের রতুয়া। সেই রতুয়ায় তাঁর জনসভায় সংখ্যালঘু মানুষের বিশাল উপস্থিতি ছিল নজরকাড়া। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, ব্লক সভাপতি অজয় সিনহা প্রমুখ। এরপর মন্ত্রী চাঁচলের এক জনসভায় যোগ দেন।