সংবাদদাতা, শিলিগুড়ি : গঠনমূলক প্রস্তাব দিক বিরোধীরা। তাকে মান্যতা দেবে নতুন পুরবোর্ড। উন্নয়নের পাশে বিরোধীদের পেতে এমন ভাবই প্রকাশ করলেন গৌতম দেব। মঙ্গলবার মেয়র পদে শপথ নেওয়ার পরই তিনি বলেন,‘‘বিরোধীদের সংখ্যা যাই হোক আমরা বিরোধিতা করে এখানে এসেছি। আমাদের নেত্রী বলেন, গণতন্ত্রের পরিসর বড় করতে হবে। সবাইকে সমান সুযোগ দিতে হবে। তাই শিলিগুড়ি পুরনিগম পরিচালনা হবে সমঝোতার ও ঐক্যের ভিত্তিতে। সমস্ত বিরোধীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। তারা বুঝতে পারবে আগে তারা কীভাবে বোর্ড চালিয়েছে আর আমরা কীভাবে বোর্ড চালাচ্ছি। অভিজ্ঞ বিরোধীরা সহজেই এই পার্থক্য ধরে ফেলবেন আশা করছি।’’
আরও পড়ুন-প্রাইভেট বাসের ভাড়া কে বাড়াল
পাশাপাশি সাধারণ মানুষ কী চাইছেন তা তাঁদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান মেয়র। অর্থাৎ সকলকে গুরুত্ব দিয়েই উন্নয়নের কাজ হবে শপথের দিনই জানিয়ে দেন মেয়র। শিলিগুড়ির উন্নয়ন প্রসঙ্গে নবনিযুক্ত মেয়র বলেন, ‘‘কলকাতার পর শিলিগুড়িকে তিলে তিলে তিলোত্তমা হিসাবে গড়ে তোলা হবে। মেয়র পদে শপথ নেওয়ার আগে মঙ্গলবার সকালে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন গৌতম দেব। পাশাপাশি এদিন চেয়ারম্যান হিসাবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন-ডাক্তারিতে বাড়ছে আসন
এদিন প্রথমে ৪৭টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ নেন। তারপর মেয়র ও চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা মেয়র গৌতম দেবকে শুভেচ্ছা জানান। গৌতম দেব বলেন, ‘‘শহরের অনেক সমস্যা রয়েছে। সেগুলি একে একে সমাধান করা হবে। জমিহীন মানুষদের জমি, পানীয় জলের ব্যবস্থা, যানজটের সমস্যার সমাধান করা হবে। এছাড়াও শিলিগুড়ি কর্পোরেশনের অন্তর্গত সংযোজিত জলপাইগুড়ি জেলার ১৪টি ওয়ার্ডের মানুষকে শিলিগুড়ির মধ্যে প্রশাসনিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।’’ উন্নয়নের কাজ হবে দ্রুতগতিতে তার মানচিত্র তৈরি রয়েছে বলেও জানিয়ে দেন মেয়র।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…