প্রতিবেদন: রামের জন্মভূমি বলে পরিচিত শুধু অযোধ্যায় নয়, এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রামধাক্কা খেয়েছে রামচন্দ্রের বনবাসকালের চিত্রকূট, প্রয়াগ, সীতার জন্মস্থান সীতাপুর, হনুমানের জন্মস্থান কোপ্পলেও। বিরোধীদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। মানুষ বুঝিয়ে দিয়েছেন, রামের নামে ভোট চাওয়া মোটেই পছন্দ নয় তাঁদের। রাজনৈতিক ফয়দা লুটতে ধর্মকে ব্যবহার করার জন্য মোদি-শাহর দলকে এবারে উচিত শিক্ষা দিয়েছেন ভোটাররা।
আরও পড়ুন-মোদির নতুন সরকারের আয়ু, জননেত্রীর সুরেই প্রশ্ন ইন্ডিয়া জোটের নেতাদের
ধর্মীয় বিভাজন ও রাজনীতির স্বার্থে ভগবান রামকে কার্যত রাস্তায় নামিয়েছে বিজেপি, এমন অভিযোগ শুধু বিরোধীদের নয়, খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। শুধুমাত্র ভোটে জিততে ভগবান রামের নাম বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে পদ্ম পার্টি। রামের নামে ভোট ভিক্ষা করে ফুলেফেঁপে উঠেছিল বিজেপি। তবে সদ্যসমাপ্ত লোকসভা ভোটে এবার ভগবান রামের সেই জন্মভূমি অযোধ্যাতে লজ্জার হার হয়েছে বিজেপির। শ্রীরামের জন্মস্থান বলে পরিচিত অযোধ্যা যে লোকসভা কেন্দ্রে অবস্থিত, সেই ফৈজাবাদে বিজেপির পরাজয় নিয়ে দেশজুড়ে জোর চর্চা চলছে। অযোধ্যায় মন্দির নির্মাণ হওয়া সত্ত্বেও ফৈজাবাদ কেন্দ্রে পরাজয়ের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী লাল্লু সিংকে। তিনি প্রায় ৫৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে। শুধু অযোধ্যা নয়, গোটা উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বিজেপির। তবে বিজেপির এই বিড়ম্বনা শুধুমাত্র অযোধ্যা বা ফৈজাবাদে সীমাবদ্ধ নেই। ‘রাম-কথা’র সঙ্গে জড়িত হিন্দু বিশ্বাসে পবিত্র স্থান বলে পরিচিত আরও বহু জায়গায় জোরদার ধাক্কা খেয়েছে বিজেপি। রামায়ণ মহাকাব্যে উল্লিখিত চিত্রকূটে রামচন্দ্রের বনবাসের প্রথম বছর কেটেছিল। এই চিত্রকূট উত্তরপ্রদেশের বান্দা লোকসভা আসনের অন্তর্গত। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী কৃষ্ণাদেবী শিবশঙ্করের কাছে ৭০ হাজারের বেশি ব্যবধানে হেরেছেন বিজেপি প্রার্থী আর কে সিং প্যাটেল। একই অবস্থা যোগীরাজ্যের আরও একটি আসন সীতাপুরেও। কথিত আছে, এই স্থানেই জন্মেছিলেন জনক-কন্যা সীতা। ভগবান রামের জন্মস্থানের মতো সীতামায়ের জন্মস্থানেও বড় পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। এখানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রাকেশ রাঠোর। শ্রীরামের গুরু বশিষ্ঠের ভূমি বলে পরিচিত উত্তরপ্রদেশের বস্তি আসনের ছবিটাও একই। এই আসনে সমাজবাদী প্রার্থীর কাছে মুখ থুবড়ে পড়েছেন বিজেপি প্রার্থী হরিশ দ্বিবেদী। রামের বনবাস পর্বের সঙ্গে জড়িত আরও একটি জায়গা প্রয়াগরাজ বা এলাহাবাদ। এই লোকসভা কেন্দ্রে হেরেছেন বিজেপি প্রার্থী নীরজ ত্রিপাঠী। ১৯৮৪ সালের পর আবার এই আসনে জয়ের মুখ দেখল কংগ্রেস। ভগবান রামের ভক্ত হনুমানের জন্মস্থান বলে পরিচিত কোপ্পলেও কংগ্রেসের কাছে ধাক্কা খেয়েছে বিজেপি। দক্ষিণ ভারতের আরও এক স্থান রামেশ্বরমেও হার বাঁচাতে পারেনি বিজেপি। এই রামেশ্বরমে শ্রীরাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এটি তামিলনাড়ুর রামনাথপুরম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক এইউএমএল-এর প্রার্থী কানি কে নাভাস জয়ী হয়েছেন। সবমিলিয়ে ভগবান রামকে সামনে রেখে বিজেপি এতদিন ভোট বাক্সে যে ফসল তুলে আসছিল, এবার লোকসভা ভোটে ঠিক সেই জায়গাতেই ধাক্কা খেতে হয়েছে গেরুয়া শিবিরকে। মুখ থুবড়ে পড়েছে বিজেপি।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…