প্রতিবেদন : অধ্যক্ষের অনুমতি ছাড়া অধিবেশন কক্ষের ভিতরের ছবি নেট-মাধ্যমে বাইরে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে রাজ্য বিধানসভায় স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হল। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেশের সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধান পরিষদের অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও স্পিকারের অনুমতি ছাড়া তোলা যায় না। করা যায় না রেকর্ডিং বা সরাসরি সম্প্রচার। প্রতিটি ক্ষেত্রেই অধ্যক্ষের আগাম অনুমতি বাধ্যতামূলক। অথচ বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) এই কাজটিই করেছেন। সেই কারণে মালব্যের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হল বিধানসভায়। সরকার পক্ষের হয়ে এই নোটিশটি দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, বিজেপি নেতার বিরুদ্ধে বিধানসভার তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। গত সোমবার ছিল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন। সেখানেই হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন বিজেপির বিধায়কেরা অধ্যক্ষের উপস্থিতিতে বিধানসভা অধিবেশন কক্ষে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারকে মেঝেতে ফেলে মারধর করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অসিতবাবুর মুখে ঘুসি মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার। ইতিমধ্যেই সেই ঘটনায় বিজেপির ৫ জন বিধায়ককে চলতি বছরের জন্য বিধানসভার সব অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কিন্তু স্পিকারের অনুমতি ছাড়া যেভাবে অমিত মালব্য সেদিনের বিধায়কদের ধ্বস্তাধ্বস্তির দৃশ্য নেট-মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তা নিয়ে রাজ্যের নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছে। আর তার জেরেই এবার মালব্যের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রথমে নেট-মাধ্যমে আনেন ‘ট্যুইট’ মালব্যই। তারপর রাজ্যের সমস্ত বিজেপি নেতা ও বিজেপি-র বিভিন্ন অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট হতে শুরু করে। স্বভাবতই তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও দেরি হয়নি। বিষয়টি জানার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘ওই বিজেপি নেতা ভিডিওটি ট্যুইট করে বেআইনি কাজ করেছেন।’ এবার এই বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নিতে চলেছেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…