সদ্য সমাপ্ত তিন কেন্দ্রের বিধানসভায় জয়ী প্রার্থীদের নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি জারি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নব নির্বাচিত বিধায়কদের শপথ পাঠ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় গড়িমসি করলেন বলেই এমন বিজ্ঞপ্তি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
জয়ী তিন প্রার্থীর শপথগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জয়ী প্রার্থীরা চাইছেন সংসদীয় রীতি মেনেই হোক শপথগ্রহণ অনুষ্ঠান। সাধারণত রাজ্যপালের অনুমতি নিয়েই নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান স্পিকার।
আরও পড়ুন-সপ্তমী থেকে নবমী থাকছে অতিরিক্ত মেট্রো, পুজোর দিনগুলিতে বিধি-নিষেধে ছাড়
সূত্রের খবর, রাজ্যপাল জয়ী প্রার্থীদের রাজভবনে শপথগ্রহণ করাতে চান। কিন্তু সে বিষয়ে আপত্তি জানিয়েছেন বিধানসভার একাংশ। রাজ্যপাল যদি একান্তই স্পিকারকে শপথ পাঠ করানোর অনুমতি না দেন, সেক্ষেত্রে রাজ্যপাল যেন বিধানসভায় এসে শপথ পাঠ করান, এমনটাই দাবি করছে পরিষদীয় দফতর। এদিন স্পিকার বলেন, “আমি চাই সাংবিধানিক এবং সংসদীয় রীতি মেনেইে শপথগ্রহণ হোক নব নির্বাচিত বিধায়কদের। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় আছি।”
ভবানীপুর উপনির্বাচন সহ জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। ভবানীপুরে জয়ী প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করানো নিয়ে এখনও বিধানসভার স্পিকারকে কোনও সংকেত দেননি রাজ্যপাল।