বেলেঘাটায় হেলে পড়া বাড়ির অংশ ভাঙার নোটিশ

ইঞ্জিনিয়াররা হেলে পড়ার কথা বলছেন না। হেলে পড়লে দেওয়ালে ফাটল ধরত। তবে মাটি বসে যাওয়ার কারণে বাড়ি হেলে যেতে পারে।

Must read

প্রতিবেদন : বেলেঘাটায় একটি বাড়ির গায়ে হেলে পড়েছে অপর একটি আবাসনের বাড়ি। বাড়ি দুটির ঠিকানা ১১/৯/১ এবং ১১/১৮/১ বেলেঘাটা মেন রোড। এর মধ্যে ১১/৯/১ বাড়িটি হেলে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়রা বাড়ির হেলে-পড়া নিয়ে রীতিমতো আতঙ্কে। যদিও ফ্ল্যাটের আবাসিকরা এখনও হেলে পড়ার কথা মানতে চাইছেন না। তাঁদের দাবি, তাঁরা ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করিয়েছেন।

আরও পড়ুন-উন্নয়নের পালক উড়ালপুল

ইঞ্জিনিয়াররা হেলে পড়ার কথা বলছেন না। হেলে পড়লে দেওয়ালে ফাটল ধরত। তবে মাটি বসে যাওয়ার কারণে বাড়ি হেলে যেতে পারে। বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বাসিন্দারা বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। পুরসভার বিল্ডিং বিভাগ জানিয়েছে, বাসিন্দাদের ইঞ্জিনিয়ারদের দিয়ে করানো পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখা হবে। সামনের সপ্তাহে বিশেষজ্ঞদের দিয়ে হেলে পড়া বাড়ির ভাল করে পরীক্ষা করানো হবে বলে শুক্রবার জানিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম।

Latest article