ত্রিপুরার ৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উপনির্বাচন (byelection) আর বেশি দেরি নেই। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। এর মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী বিধি ভাঙ্গার দায়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে নোটিশ দিল । বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন-বাঁকুড়ায় পর্যটনে জোর, একনজরে দেখে নেওয়া যাক কী বললেন মুখ্যমন্ত্রী
মানিক সাহার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি গাড়ি ব্যবহার করে তা তাঁর দল বিজেপির হয়ে ভোটের প্রচার করছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পার্টির মিটিং করছেন সরকারি গাড়ি ব্যবহার করে। সম্প্রতি মানিক সাহা উত্তর এবং ধলাই জেলা সফর করেছেন পার্টির কর্মসূচিতে। এবং সেখানে তিনি সরকারি গাড়ি ব্যবহার করেছেন। যা নির্বাচন বিধি লঙ্ঘনের সামিল।
আরও পড়ুন-পুরস্কৃত চিকিৎসক
বিরোধীদের এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আধিকারিক তিন দিনের মধ্যে জবাব চাইলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে। ইতিমধ্যেই কমিশনের আধিকারিকরা মানিক সাহাকে কারণ দর্শানোর নোটিশটি পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে যদি উপস্থিত না হন তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে খবর।