প্রতিবেদন : ফের বিজেপি রাজ্যে শিল্পীর অসম্মান। উত্তরপ্রদেশে যোগী সরকারের (Uttar Pradesh Government) বৈষম্যের ছবি গানের মাধ্যমে তুলে ধরায় হিংস্র চেহারা বেরিয়ে পড়ল বিজেপি সরকারের। শুধুমাত্র একটি গানের জন্য এবার নোটিশ ধরানো হল ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোরকে (Neha Singh Rathore)। কানপুর পুলিশ মঙ্গলবার নেহার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে বলে জানা যাচ্ছে। এরপরই বিরোধীরা সরব এই বিষয় নিয়ে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) সরাসরি এই ঘটনাকে জরুরি অবস্থা বলে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, এটা রাজ্যের বিজেপি সরকারের চূড়ান্ত অনৈতিকতা আর স্বৈরাচারী শাসনের নিদর্শন। যে গান নিয়ে এত হইচই, ঠিক কী বলা হয়েছে তাতে? ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোরের (Neha Singh Rathore) গাওয়া গানের নাম ‘ইউপি মে কা বা?’ এর অর্থ, ‘উত্তরপ্রদেশে কী আছে?’ গান যত এগিয়েছে তত বোঝা গিয়েছে রাজ্যে দলিতদের উপর উঁচু জাতের অত্যাচার, লখিমপুর-খেরি, হাথরাসের ঘটনার কথা তুলে ধরা হয়েছে। গান রিলিজ করার ৫ দিনের মধ্যেই ভাইরাল। গানের মাধ্যমে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অপশাসনের ছবি উঠে আসায় ক্ষোভে প্রতিহিংসার পথে যোগী সরকার, এমনটাই মত রাজনৈতিক মহলের। সেজন্য ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এবার সংগীতশিল্পীকে নোটিশ পাঠানো হয়েছে। খুন, ধর্ষণ, অত্যাচার, গণপিটুনি, সংখ্যালঘু নিধনের চিত্র নেহা তুলে ধরেছেন গানে। শিল্পী জানিয়েছেন, তিনি পুলিশকে ভয় পান না, কারণ যা সত্যি সেটাই তিনি তুলে ধরেছেন গানে। এবার আইনি পথেই তিনি এর জবাব দেবেন।
আরও পড়ুন: রাজধানী পেল প্রথম মহিলা মহানাগরিক