আমেরিকায় গ্রেফতার করা হয়েছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারদের অন্যতম ননী রানাকে (Noni Rana)। পুলিশ সূত্রে খবর, নায়াগ্রা সীমান্তে তিনি বৃহস্পতিবার গ্রেফতার হন। তিনি এদিন আমেরিকা থেকে কানাডায় পালানোর চেষ্টা করছিলেন। আমেরিকান পুলিশ ও সীমান্ত কর্তৃপক্ষের যৌথ অভিযানের ফলে ননী রানাকে আটক করা গিয়েছে। ননী রানার গ্রেফতারি তার কুখ্যাত ভাই কালা রানার সঙ্গে তার একাধিক অপরাধমূলক বিষয়গুলি প্রকাশ্যে এনেছে।
আরও পড়ুন-ফের উত্তপ্ত নেপাল! পথে Gen Z বিক্ষোভকারীরা, নিষিদ্ধ সমাবেশ
জানা গিয়েছে, ননী রানার বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তোলাবাজি, খুন, অপহরণ এবং অন্যান্য হিংসাত্মক অপরাধে জর্জরিত তিনি। এনআইএ’র তরফে জানা গিয়েছে ননী রানার বাড়ি হরিয়ানায়। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত এবং জাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতেন।
আরও পড়ুন-জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সম্প্রতি, ননি রানার নামে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে যেখানে তিনি হরিয়ানায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দ্বারা সংঘটিত অপরাধের দায় স্বীকার করেছেন। গ্রেফতারির পর হরিয়ানা পুলিশ তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সংস্থা এবং মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে। ২০২২ সাল থেকে পলাতক ছিলেন ননী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লরেন্স বিষ্ণোইয়ের আরেক সহযোগীর গ্রেফতার গ্যাংয়ের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী!
ননী রানার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ ও তথ্য একাধিক রাজ্য পুলিশের কাছে রয়েছে। তাঁর দীর্ঘদিনের অপরাধমূলক কার্যকলাপের কারণে তিনি পুলিশের নজরেই ছিলেন। ননী রানার অপরাধমূলক কর্মকাণ্ড শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ ছিল না, তিনি আন্তর্জাতিক স্তরেও বেশ কিছু ঘটনার সঙ্গে যুক্ত। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা একত্রিতভাবে তাঁকে খোঁজার কাজ চালাচ্ছিল।

