সংবাদদাতা, শিলিগুড়ি : এখন থেকে বাংলাদেশ যাওয়ার ভিসার (Bangladesh Visa) জন্য ছুটে যেতে হবে না কলকাতায় (Kolkata)। শিলিগুড়িতে বসেই পাওয়া যাবে বাংলাদেশের ভিসা (Bangladesh Visa)। বুধবার শিলিগুড়িতে উদ্বোধন হল বাংলাদেশ যাবার ভিসা কেন্দ্র। শিলিগুড়ি সেবক রোডের একটি বাণিজ্যিক ভবনে বাংলাদেশ ভিসা কেন্দ্রটি চালু হয়েছে। সেবক রোডের বাণিজ্যিক ভবনে বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বেসরকারি সংস্থা এই বাংলাদেশ ভিসা কেন্দ্রটি চালু করে। এদিন ভিসা কেন্দ্রটির ও সোনালি ব্যাঙ্কের উদ্বোধন করেন বাংলাদেশ সোনালি ব্যাঙ্কের সিইও তথা জেনারেল ম্যানেজার রোশনারা জাহান। তিনি বলেন, আগে পশ্চিমবঙ্গের (West Bengal) শুধু মাত্র কলকাতাতেই বাংলাদেশের ভিসা আবেদন করা যেত। এছাড়াও গোহাটিতে বাংলাদেশ ভিসা কেন্দ্র রয়েছে। তাই এখন থেকে পাসপোর্ট-সহ নির্দিষ্ট কাগজপত্র জমা দিলে ৭ থেকে ১০ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবে আবেদনকারীরা। ভিসা আবেদন করতে এবং হাতে পেতে ৮২৫ টাকা খরচ হবে বলেও জানিয়েছেন রোশনারা জাহান।
আরও পড়ুন-দুর্নীতি করলেই করা হবে বহিষ্কার