মুম্বই, ২৮ ফেব্রুয়ারি : কেরিয়ার শুরু হয়েছিল এখানেই। জীবনের শেষ টেস্ট খেলেছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। আবার বিশ্বকাপ জয়ের স্মৃতিও টাটকা। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই বসছে শচীন তেন্ডুলকরের মূর্তি। জানানো হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। এমসিএ কর্তাদের আশা, আগামী অক্টোবরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সময় শচীনের মূর্তির উন্মোচন হবে। এভাবেই ভারতীয় ক্রিকেটের রত্নকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট সংস্থা। প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল ৫০ বছর পূর্ণ করতে চলেছেন মাস্টার ব্লাস্টার।
আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন, স্ট্রং রুমে কড়া পাহারায় ভাগ্য, বাজিমাত ঘাসফুলেরই, বদ্ধমূল তৃণমূল
মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে বলেছেন, ‘‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটিই প্রথম স্ট্যাচু হবে। ঠিক কোন জায়গায় শচীনের মূর্তি বসানো হবে, তা এখনও ঠিক হয়নি। শচীন তেন্ডুলকর ভারতরত্ন। ক্রিকেটের জন্য শচীন কী করেছে, সেটা সকলেরই জানা। ৫০ বছর পূর্ণ হচ্ছে শচীনের। এমসিএ-র তরফে ওকে সম্মান জানানোর ছোট্ট প্রয়াস। তিন সপ্তাহ আগেই শচীনের সঙ্গে আমার কথা হয়েছে। ওর অনুমতি মিলেছে।’’
আরও পড়ুন-ধনকুবেরদের তালিকায় বিশ্বে ৩৯ নম্বরে আদানি
এমসিএ-র উদ্যোগে আপ্লুত শচীন। বলেছেন, ‘‘আমার কাছে দারুণ সারপ্রাইজ। আমার কেরিয়ার এখানে শুরু হয়েছিল। এই মাঠে অবিস্মরণীয় কিছু স্মৃতি রয়েছে। তার মধ্যে সেরা মুহূর্ত বলা যায়, এই মাঠেই আমরা ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছি।’’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের নামে স্ট্যান্ড রয়েছে। এ ছাড়াও মুম্বইয়ের আর এক কিংবদন্তি সুনীল গাভাসকরের নামে একটি কর্পোরেট বক্সও রয়েছে মুম্বইয়ের এই ঐতিহাসিক স্টেডিয়ামে। স্ট্যান্ড রয়েছে দিলীপ বেঙ্গসরকারের নামেও।