প্রতিবেদন: গেরুয়া শিবিরের সাতখুন মাপ? লক্ষ্য শুধুমাত্র বিরোধীরাই? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এবারে তল্লাশি চালানো হল মল্লিকার্জুন খাড়্গের কপ্টারেও। শনিবার বিহারের সমস্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেখানে তাঁর চপারে আচমকাই অভিযান চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবং যথারীতি কিছুই মেলেনি তল্লাশিতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক।
আরও পড়ুন-হরিদ্বারের পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী-স্ত্রী-ছেলের
স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বিরোধী মহলে। চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। বিহার কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, শাসকদলের নেতারা ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন কীভাবে? তাঁদের চপারে তল্লাশি চালানো হচ্ছে না কেন? কোন উদ্দেশ্যে প্রথম সারির বিরোধী নেতাদের চপারে এই তল্লাশি অভিযান? কমিশন স্পষ্ট করে বলুক, এনডিএ নেতাদের ক্ষেত্রেও এই অভিযান চলবে তো? কার কার কপ্টারে তল্লাশি হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।