জম্মু-কাশ্মীরের সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীত (National Anthem) গাওয়া বাধ্যতামূলক করা হল। স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব অলোক কুমার নির্দেশিকা জারি এমনটাই জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এমনটা নয়। তবে প্রশাসনের নজরে এসেছে অনেক স্কুল এই ব্যাপারে উদ্যোগী নয়। কিছু স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গিয়েছে। স্কুল কর্তাদের তাই এই ব্যাপারে কর্তব্য মনে করিয়ে দেওয়া হল আরও একবার।
বুধবার সরকারের তরফে জারি করা হয় জাতীয় সঙ্গীত (National Anthem) সংক্রান্ত নির্দেশিকাটি। বিবৃতিতে স্কুলগুলিকে মোট ১৬ দফা নির্দেশিকা দিয়েছে কাশ্মীর প্রশাসন। সেখানে বলা হয়েছে, স্কুলগুলিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকালের প্রার্থনা শুরু হওয়া উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দিন শুরু করা এবং পড়ুয়াদের মধ্যে একতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কুল ব্যবস্থায় সকালের প্রার্থনার মতো একটি রীতির গুরুত্ব অপরিসীম। সকালের প্রার্থনার অঙ্গ হিসেবে সামগ্রিকভাবে ১৬টি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। জাতীয় সঙ্গীত ছাড়াও এই সুপারিশগুলির অন্যতম হল অতিথি বক্তাদের আমন্ত্রণ জানানো, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং মাদক বিরোধী প্রচার সহ একাধিক বিষয়।
আরও পড়ুন- ডোভালই ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে
২০১৯ সালের ৫ অগাস্ট বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার আগে কাশ্মীরের নিজস্ব পতাকা এবং রাজ্য সঙ্গীত ছিল। বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল এবং কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার পর সেগুলি বিলুপ্ত হয়। বস্তুত তারপর থেকেই কাশ্মীরের স্কুলগুলিতে মর্নিং অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক।