প্রতিবেদন : কলকাতা তথা রাজ্যের অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটিতেও পৌঁছে গেল স্বাস্থ্যসাথী (Swasthya sathi) কার্ড। সেখানকার ২০০টি পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল। শনিবার সাউথ সিটি আবাসনে কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে একটি ক্যাম্পের মাধ্যমে তার মধ্যে ২০০ জনের হাতে কার্ড তুলে দিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। রাজ্যের মানুষের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে ও বেড়ে চলা চিকিৎসার খরচ থেকে তাদের মুক্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে চালু করেছিলেন ‘স্বাস্থ্যসাথী’ কার্ড। আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির মানুষই এই কার্ড পাওয়ার জন্য বেশি আবেদন করেছেন এবং পেয়েছেন। এবার দেখা গেল বিধায়ক তথা কলকাতা পুরসভা মেয়র পারিষদ দেবাশিস বাবু বলেন,‘‘এটা তো আমার ন্যায্য অধিকার। আমি কেন নেব না! আমরা হয়তো মনে করছি এরা আর্থিকভাবে ভাল আছেন। সেটা তাঁরা থাকতেই পারেন। কিন্তু জ্বালানির মূল্যবৃদ্ধি আজ যে জায়গায় গিয়েছে তার প্রভাব তো সাধারণ মানুষের উপরেই পড়ছে। আজ সারা ভারতবর্ষের কয়েকটি পরিবার ছাড়া সবাই আর্থিকভাবে চাপে রয়েছেন।” এই বিষয়ে সাউথ সিটি আবাসনের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দেবাশিস বসুর মন্তব্য, “স্বাস্থ্যসাথী (Swasthya sathi) কার্ডে আমরা অর্থনৈতিকভাবে কতটা উপকৃত হব, মূলত সেই জন্যেই আমাদের আবাসিকরা কার্ড নিতে চাইছেন, তা নয়। সরকারের দেওয়া একটা আইডেন্টিটি। আমাদের কাছে বেশি লোভনীয়। হয়তো আমরা অভিজাত আবাসনে রয়েছি, কিন্তু আমরা তো সিস্টেমের বাইরে নই।”