প্রতিবেদনঃ রাজ্যের রাজনীতি সচেতন ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিদিনই বাড়ছে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) জনপ্রিয়তা। দলে দলে তাঁরা যোগ দিচ্ছেন টিএমসিপিতে (TMCP)। সংগঠনের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে মাথায় রেখে নতুন নতুন পরিকল্পনা করছে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ। এর মধ্যে সংগঠনের সদস্য, সমর্থক বাড়ানোর দিকে নজর দিয়েছে নেতৃত্ব। এই লক্ষ্যে শুরু হয়েছে কাজ। তাঁদের প্রথম লক্ষ্য দেশ তথা রাজ্যের ঐতিহ্যশালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রথম অবামপন্থী ছাত্র সংগঠন হিসেবে সেখানে একটি পূর্ণাঙ্গ ইউনিট খোলার পরিকল্পনা করা হয়েছে। কোভিড পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে এলেই জোরকদমে কাজ শুরু হবে।
আরও পড়ুন – রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের কথা ঘোষনা বাজেটে
আপাতত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য “প্রেসিডেন্সি ডিমান্ডস্ চেঞ্জ” শীর্ষক ক্যাম্পেন শুরু হচ্ছে। তিন তারিখ বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই এই ক্যাম্পেন শুরু হতে চলেছে বলেই জানিয়েছেন সংগঠনের পক্ষে প্রেসিডেন্সির কো-অর্ডিনেটর ও রাজ্যের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী। তিনি জানান, টিএমসিপিতে যোগ দিতে আগ্রহী পড়ুয়ারা সংগঠনের ফেসবুক পেজে গিয়ে নিজেদের তথ্য দিলেই আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে নেব। এভাবেই সদস্য সংগ্রহের কাজ চলবে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এখানে আমাদের শ্লোগান, “প্রেসিডেন্সিতে ছাত্রছাত্রীরা দিচ্ছে রায়, এবার তাঁরা ক্যাম্পাসে দিদির মত ও পথই চায়।”