লন্ডন, ১০ সেপ্টেম্বর : আগামী সপ্তাহ থেকে ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে অলরাউন্ডার শাকিব আল হাসান দেশে না ফিরে ইংল্যান্ডে গিয়েছেন কাউন্টি খেলে ভারত সফরের প্রস্তুতি নিতে। কাউন্টিতে শাকিবের ফর্ম চিন্তায় রাখবে রোহিত শর্মাদের। সারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে শাকিব কার্যত সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতকে। পাকিস্তানে সিরিজ জয়ের অন্যতম নায়ক স্পিনার-অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের গলায় কার্যত হুঙ্কারের সুর। তিনি জানিয়েছেন, এবার আত্মবিশ্বাস নিয়েই ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন-প্রতিভার অভাবে ভুগছে পাক ক্রিকেট : সৌরভ
মিরাজ বলেছেন, ‘‘অবশ্যই ভারতকে তাদের দেশের মাটিতে খেলাটা বড় চ্যালেঞ্জ। আগে আমরা ভারতের মাটিতে টেস্ট খেলেছি। কিন্তু ওখানে আমাদের অতীত পারফরম্যান্স খুব ভাল নয়। তবে এবার আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছি। চেষ্টা করব, ওখানকার পরিবেশ উপভোগ করার। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে যখন নামব তখন আমাদের লক্ষ্য থাকবে ভাল ফল করার। সেরা লড়াইটা আমরা তুলে ধরতে চাই। পাকিস্তানে সিরিজ জয়ের পর গোটা দল মানসিকভাবে খুব ভাল জায়গায় রয়েছে।’’
পাকিস্তান সফরে নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার। ১৫০ কিলোমিটার গতিতে বল করে তাক লাগানো পেসার বলেছেন, ‘‘ভারত খুব ভাল দল। তবে যারা ভাল খেলবে তারাই জিতবে। আমরা ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। ওখানে গিয়ে বাকি পরিকল্পনা করব।’’