সংবাদদাতা, কোচবিহার : বিজেপির বাংলা বিদ্বেষের বিরুদ্ধে গর্জে উঠেছে তযণমূল। বাঙালির ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতোই অসম সরকারের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদের কণ্ঠ হিসাবে এই কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির এনআরসি হয়রানির শিকার দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ২৭ জুলাই এই অবস্থান বিক্ষোভ হবে৷ অসমের বিজেপি সরকার যেভাবে বাংলা-সহ কোচবিহারের নাগরিকদের হয়রানি করছে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন হবে৷ বক্সিরহাটের অবস্থানের জায়গা চিহ্নিত করতে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যাবেন জেলা নেতৃত্ব।
আরও পড়ুন-বিজেপির ভাষা-সন্ত্রাস সংসদে গর্জে উঠল তৃণমূল
প্রস্তুতি বৈঠকে জেলা সভাপতি জানিয়েছেন, অসম গেট থেকে ২০০ মিটার দূরত্বে বাংলার মাটিতে এই অবস্থান-বিক্ষোভে বসে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচিকে সফল করতে জেলার ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক আলোচনা করেছে তৃণমূল কংগ্রেস৷