শিক্ষাব্যবস্থার মুকুটে আরও এক পালক! NAAC-এর সেরা তকমা রাজ্যের বিশ্ববিদ্যালয়কে, গর্বিত মুখ্যমন্ত্রী

Must read

রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে আরও একপালক। কেন্দ্রের স্বীকৃত রাজ্যের বিশ্ববিদ্যালয়কে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স-কে সেরা তকমা দিল National Assessment and Accreditation Council (NAAC)। এতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে জানালেন নিজেই।

আরও পড়ুন- জয়নগরে ৬২ দিন, ফরাক্কায় ৬১ দিনে চরম শাস্তি আদালতের: বিচার পেয়ে গ্রামে পুলিশকে সংবর্ধনা

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স NAAC-এর বিচারে A+ স্বীকৃতি পেয়েছে। নানা বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে। লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই বিশ্ববিদ্যালয়। এদিন সেই প্রচেষ্টাও স্বীকৃতি পেল। এই বিশ্ববিদ্যালয় পড়তে আসা আর্থিকভাবে দুস্থ পড়ুয়াদের মধ্যে পাঁচ শতাংশদের টিউশন ফি মকুব করে দেয় রাজ্য। এই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার লেখায় সংযোজন করেন, দেশের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স একমাত্র আইন বিশ্ববিদ্যালয় যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের টিউশন ফি মকুব করে। অর্থাৎ সবমিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ক্রমে এগিয়ে চলেছে তা মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রও।

Latest article