প্রতিবেদন : রাজ্যে ডেঙ্গি (West Bengal- Dengue) পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্তত ৯০০। এঁরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ২৬ জনের মতো শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা বেশ সংকটজনক বলে সূত্রে জানা গেছে। কলকাতা পুরসভার একাধিক বরোয় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বছর এখনও পর্যন্ত কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আর গোটা রাজ্যে এই সংখ্যা ২৫ হাজারের বেশি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ডেঙ্গির (West Bengal- Dengue) প্রকোপ বেড়েই চলেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং সহ কমপক্ষে ১০টি জেলায় যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮। এর মধ্যে ১৭৬ জনই ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত ৫ বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি। এর মধ্যে ২০১৯ সালে ডেঙ্গির প্রকোপ ছিল সবচেয়ে বেশি। তবে চলতি বছরে এখনও পর্যন্ত যা অবস্থা, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে। এদিকে, ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলিতে আরও বেড বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে স্বাস্থ্য দফতর। এবার ডেঙ্গি রোগীদের শারীরিক অবস্থা জানতে প্রতিটি জেলায় কলসেন্টার চালু করতে প্রস্তাব দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন-অভিষেকের চোখে হল অস্ত্রোপচার