বঙ্গ

ডেঙ্গির প্রকোপ বাড়ছে

প্রতিবেদন : রাজ্যে ডেঙ্গি (West Bengal- Dengue) পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্তত ৯০০। এঁরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ২৬ জনের মতো শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা বেশ সংকটজনক বলে সূত্রে জানা গেছে। কলকাতা পুরসভার একাধিক বরোয় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বছর এখনও পর্যন্ত কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আর গোটা রাজ্যে এই সংখ্যা ২৫ হাজারের বেশি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ডেঙ্গির (West Bengal- Dengue) প্রকোপ বেড়েই চলেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং সহ কমপক্ষে ১০টি জেলায় যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮। এর মধ্যে ১৭৬ জনই ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত ৫ বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি। এর মধ্যে ২০১৯ সালে ডেঙ্গির প্রকোপ ছিল সবচেয়ে বেশি। তবে চলতি বছরে এখনও পর্যন্ত যা অবস্থা, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে। এদিকে, ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলিতে আরও বেড বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে স্বাস্থ্য দফতর। এবার ডেঙ্গি রোগীদের শারীরিক অবস্থা জানতে প্রতিটি জেলায় কলসেন্টার চালু করতে প্রস্তাব দিয়েছেন মুখ‌্যসচিব।

আরও পড়ুন-অভিষেকের চোখে হল অস্ত্রোপচার

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago