আগামী ১ জানুয়ারি রবিবার বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। রবিবার-সহ অন্যান্য ছুটির দিনের সাধারণ ভাবে কম ট্রেন চলে। কিন্তু বছরের প্রথম দিন হওয়ায় ওইদিন বাড়তি ভিড় হবে। সেটা মাথায় রেখেই নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট দুই সেকশনেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো। বুধবার মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দিন নর্থ-সাউথ সেকশনে আপ ও ডাউন লাইনে ৯৪টি করে মোট ১৮৮টি ট্রেন চলবে। অন্যান্য রবিবারে টার্মিনাল স্টেশন থেকে সকাল ন’টায় প্রথম ট্রেন পাওয়া যায়। তার বদলে ওইদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম ট্রেন মিলবে সকাল সাতটায়। সকাল ছ’টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম ট্রেন পাওয়া যাবে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন মিলবে সকাল ন’টার বদলে ছ’টা ৫০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেনটি ছাড়বে। শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইস্ট-ওয়েস্ট সেকশনেও ওই দিন বাড়তি ট্রেন চালাবে মেট্রো (Kolkata Metro)। আপ ও ডাউন লাইনে ২২টি করে ওইদিন ৪৪টি ট্রেন চলবে।
আরও পড়ুন-উত্তর থেকে দক্ষিণ, নানা ঘটনায় উঠে এল ঐরাবতের সাতকাহন