বেমালুম গায়েব হয়ে গিয়েছেন তিনি। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে দেশ উত্তাল হয়েছে। বিজেপি মুখ বাঁচাতে তাঁকে বরখাস্ত করেছে। তারপরই নিখোঁজ নূপুর শর্মা। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে বসে রয়েছে দিল্লিতে। তাঁরা ব্যর্থ। কারণ, কোথায় নূপুর, তা তাঁরা বুঝতেই পারছেন না। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দিল্লি পুলিশই লুকিয়ে রেখেছে বিজেপির মুখপাত্র নূপুরকে।
আরও পড়ুন-শ্বাসনালিতে সংক্রমণ ছড়াল সোনিয়ার
মহারাষ্ট্রের বেশ কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সেগুলির সমন তাঁর হাতে দিতেই মুম্বই থেকে পুলিশের বিশেষ টিম দিল্লি আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নূপুর শর্মাকে গ্রেফতার করার জন্যও যথেষ্ট প্রমাণ রয়েছে মুম্বই পুলিশের হাতে। পাইধোনি থানায় দায়ের হওয়া অভিযোগের প্রথমে ই-মেলে সমনের পাঠানো হয়। কিন্তু সেই সমনে কোনও সাড়া দেননি নূপুর। ফলে নিয়মমাফিক সমনের কাগজ তুলে দিতে দিল্লি পৌঁছয় মুম্বই পুলিশের দল