শিলিগুড়ির (Siliguri) মিলনপল্লীতে নার্সের রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম অর্চনা থাপা। আত্মহত্যা নয় তাঁকে খুন করা হয়েছে বলে দাবি মৃতার পরিবারের।
অর্চনা দার্জিলিংয়ের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, শিলিগুড়ির মিলনপল্লি এলাকায় একটি বাড়িতে নার্সরা থাকতেন। গতকাল রাতে সেই বাড়িতেই এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত অবধি বহু মানুষ সেই বাড়িতে আসা যাওয়া করে। এছাড়াও জানা গিয়েছে, যারা সেখানে থাকেন তাদের সঠিক তথ্যও বাড়ি মালিকের কাছে নেই। এদিকে ঘটনার পরই নার্সিংহোমের তরফে নার্সের মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে আটকে দেন বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পরবর্তীতে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন- বাল্যবিবাহ, কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
খবর পেয়েই শনিবার দার্জিলিং থেকে শিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতালে এসে পৌঁছয় মৃতার পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের সন্দেহ তাদের মেয়ে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে। এছাড়াও মৃতার দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার ন্যায় বিচারের দাবি তোলার পাশাপাশি খুনের অভিযোগ দায়ের করবেন বলে জানান মৃতার পরিবার।