প্রতিবেদন: দেশজুড়ে সমালোচনার মুখে অবশেষে মঙ্গলবার জামিন পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এক পুরনো মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রীর নাম জড়িয়ে তাঁকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। এই ঘটনায় সেদেশের শিল্পীমহল তো বটেই, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থকরাও প্রশাসনের অতিসক্রিয়তার কড়া নিন্দা করেন। এমনকী ইউনুস সরকারের ভিতর থেকেও এই ইস্যুতে বিরুদ্ধ স্বর ওঠে। অনেকেই মনে করেন, মুজিব চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করাতেই অন্তর্বর্তী সরকারের রোষে পড়েছেন নুসরত। গ্রেফতার করে পাঠানো হয়েছে জেলে।
আরও পড়ুন-আমেরিকায় থাকা ভারতীয়দের আবার চাপে ফেললেন ট্রাম্প
আদালতে নুসরতের আইনজীবী দাবি করেন, খুনের চেষ্টার ওই ঘটনার সময় নুসরত দেশেই ছিলেন না। তিনি ওইসময় কানাডায় ছিলেন বলে সরকারি প্রমাণপত্র পেশ করে জানান আইনজীবী। শেষপর্যন্ত মঙ্গলবার নুসরত ফারিয়াকে জামিন দেয় আদালত। জামিনের পর সমাজমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছেন, কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ। সুস্থ হয়ে ফিরলে বাকি কথা হবে।