২ বিচারপতির শপথ

অন্যদিকে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন অরবিন্দ কুমার। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করান

Must read

শপথ নিলেন সুপ্রিম কোর্টের দুই নতুন বিচারপতি। দীর্ঘ নয় মাস পর ফের শীর্ষ আদালতের সব বিচারপতির পদ পূরণ হল। গত শুক্রবারেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কলেজিয়ামের সুপারিশ করা দুই বিচারপতির নাম অনুমোদন করেছিলেন। সোমবার যে দুই বিচারপতি শপথ নিলেন তাঁরা হলেন রাজেশ বিন্দাল ও অরবিন্দ কুমার।

আরও পড়ুন-অ্যারো ইন্ডিয়া ২০২৩

সম্প্রতি শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগ ঘিরে একাধিকবার সংঘাতে জড়িয়েছে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার। রাজেশ বিন্দাল ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন অরবিন্দ কুমার। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করান। একসময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও কাজ করেছেন বিন্দাল। উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি একসঙ্গে পাঁচজন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন।

Latest article