দুলাল সিংহ ও বিশ্বজিৎ চক্রবর্তী : নারীদিবসে পাচার রুখতে নেওয়া হল শপথ। বিকল্প রোজগারের পথ দেখতে গিয়ে অনেক সময় পাচারকারীদের ফাঁদে পা দেন চা বলয়ের মহিলারা। তাঁদের স্বনির্ভর করেই এবার রোখা হবে পাচার। এই বিষয়টি মাথায় রেখে নারীদিবসে একটি প্রশিক্ষণ শিবির চালু করল কালচিনি ব্লক তৃণমূল হিন্দি সেল। মঙ্গলবার কালচিনি ব্লকের তোর্ষা প্রাথমিক বিদ্যালয়ে বিউটিশিয়ান ও সেলাই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
আরও পড়ুন-সফল অস্ত্রোপচার পিঠ থেকে বেরল বাঁশ
ছিলেন জয়ঁগা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, তৃণমূল হিন্দি সেলের আলিপুরদুয়ার জেলা সহসভাপতি মনোজ ঘাতানি, ভজন সৈরোগী প্রমুখ। নারীদিবসে পায়রা উড়িয়ে নারীস্বাধীনতার বার্তা দিয়ে দিনটি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সাদা পায়রা উড়িয়ে যে অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানি এ সহ জেলার অতিরিক্ত জেলাশাসক ও বিডিওরা। পাশাপাশি আশা কর্মী, আইসিডিএস কর্মী, এএনএম কর্মীরা এদিনের এই নারীদিবসের অনুষ্ঠান চলাকালীন বালুছায়া অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ‘‘৩৬৫ দিন-ই নারীদের দিন। নারীরা কোনও অংশে পিছিয়ে নেই। নারী স্বাধীনতার বার্তা দিয়েই পায়রা উড়িয়ে দিনটি পালন করা হল।’’