ওবিসি মামলা : ১৮ ফেব্রুয়ারিতে শুনানি

২০১০ সালের পর থেকে নিয়মমাফিক ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

Must read

প্রতিবেদন : আগামী ১৮ ফেব্রুয়ারি ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। গত বছর ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। ২০১০ সালের পর থেকে নিয়মমাফিক ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে রায় চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও। সেই মামলার শুনানি শীর্ষ (এরপর ২
আদালতে চলছে। ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন-আরও লগ্নি, আরও কর্মসংস্থান, পরশু শুরু বাণিজ্য সম্মেলন, বিশ্বের নজরে বাংলা

মামলাটির শুনানি হচ্ছে বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে। এদিকে এরই মধ্যে সোমবার এই সংক্রান্ত আরও একটি মামলা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ওবিসি শংসাপত্র বাতিল করা নিয়ে গত ৬ জানুয়ারি একটি নতুন মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাটিই এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৩১ জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না।

Latest article