বঙ্গ

ওবিসি সংরক্ষণ বেড়ে ১৭ শতাংশ একাধিক নিয়োগ, মহকুমা ফরাক্কা

প্রতিবেদন : রাজ্যে ওবিসি তালিকা সংশোধন করল রাজ্য সরকার। প্রস্তাবিত নতুন তালিকায় অনগ্রসর শ্রেণির সংখ্যা বাড়ছে দ্বিগুণের বেশি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধিত তালিকা অনুমোদিত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অনগ্রসর কল্যাণ দফতর সূত্রে খবর, ওবিসি কমিশনের সুপারিশে নতুন করে ৭৬টি জাতিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। ফলে এতদিন তালিকাভুক্ত থাকা ৬৪টি জাতির সঙ্গে মিলিয়ে মোট ১৪০টি জাতি নিয়ে তৈরি হয়েছে সংশোধিত ওবিসি তালিকা। আসন্ন বিধানসভা অধিবেশনেই এই তালিকা পেশ করা হবে বলে জানা গিয়েছে।
কর্মসংস্থানে জোর : ৩৩৬টি পদ সৃষ্টি। এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ ও নতুন পদ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ, আইন ও পুর দফতরে মোট ৩৩৬টি নতুন পদ সৃষ্টির সঙ্গেই পুরনো শূন্যপদগুলির দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন-দিনের কবিতা

শিক্ষক নিয়োগে নতুন বিধি : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নবম-দশম, একাদশ-দ্বাদশ, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে নিয়োগ বিধিকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইতিমধ্যেই বিভিন্ন স্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি।
নতুন মহকুমা : মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এবার নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করছে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সুতি-২ ব্লক নিয়ে গঠিত হবে এই নতুন মহকুমা। আগে এই চারটি ব্লক জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ছিল। প্রশাসনিক সুবিধার জন্য এই পুনর্গঠন জরুরি ছিল বলে নবান্ন সূত্রের খবর। এই নতুন মহকুমায় ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির অনুমোদনও দিয়েছে রাজ্য সরকার।
আইন পরিকাঠামোতে জোর : বৈঠকে রাজ্যের সরকারি আইন পরিকাঠামোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে এবিষয়ে নজর দিতে বলা হয়েছে। একইসঙ্গে দফতরভিত্তিক কাজে আরও বেশি করে স্বচ্ছতা আনতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago